বিরোধীদের সঙ্গে আলোচনা বাতিলের জন্যে মার্কিন অবরোধকে দায়ী করলেন মাদুরো

260

কারাকাস, ৮ আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক): ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার বিরোধী রাজনীতিকদের সাথে নির্ধারিত আলোচনা বাতিলের জন্যে মার্কিন অবরোধকে দায়ী করেছেন।
নরওয়ের মধ্যস্থতায় বারবাডোসে বৃহস্পতিবার ও শুক্রবার বিরোধী নেতা জুয়ান গুইায়দোর প্রতিনিধিদলের সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল মাদুরো সরকারি প্রতিনিধিদলকে সেখানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
এতে আরো বলা হয়, ভেনিজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবৈধ নিষেধাজ্ঞাসহ অব্যাহত আগ্রাসনের কারণে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মাদুরো।
তেলসমৃদ্ধ ভেনিজুয়েলার বিরুদ্ধে সোমবার ট্রাম্প নতুন করে অবরোধ আরোপ করেন। তিনি যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার সকল সরকারি সম্পদ জব্দ এবং এর কর্তৃপক্ষের সঙ্গে লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন।
বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ট্রাম্প প্রশাসনের আরোপিত এটি সর্বশেষ অবরোধ।
মার্কিন এই অবরোধের বিরুদ্ধে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মঙ্গলবার সরকারি সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করে।