নীলফামারীতে বিশেষ ভিজিএফ’র চাল পাবে ৪ লাখ ৪ হাজার ৩১৫ পরিবার

353

নীলফামারী, ৮ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলায় ঈদ-উল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ’র চালের সুবিধা পাবে ৪ লাখ ৪ হাজার ৩১৫ অতিদরিদ্র পরিবার। প্রতি পরিবারের মাঝে ১৫ কেজি করে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬ হাজার ৬৪ দশমিক ৭২৫ মেট্রিকটন চাল। ওই বরাদ্দ থেকে বিতরণ শুরু হয়েছে ইতিমধ্যে।
ওই ৪ লাখ ৪ হাজার ৩১৫ পরিবারের মধ্যে রয়েছে ডিমলা উপজেলায় ৬৭ হাজার ১৮৮, জলঢাকা উপজেলায় ৭৮ হাজার, কিশোরগঞ্জ উপজেলায় ৫৬ হাজার ৫৪৭, ডোমার উপজেলায় ৫৩ হাজার ৭০১, নীলফামারী সদর উপজেলায় ৯০ হাজার ৬৯০, সৈয়দপুর উপজেলায় ৪৪ হাজার ৩২৬টি। ওই ছয় উপজেলার ৬০টি ইউনিয়নে দেয়া হয়েছে এসব বরাদ্দ।
অপরদিকে জেলার চার পৌর সভায় ওই ভিজিএফ’র সুবিধা পাবে ১৩ হাজার ৮৬৩ পরিবার। এর মধ্যে নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১, সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২১, জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৮১ এবং ডোমার পৌরসভায় ১ হাজার ৫৬০ পরিবার রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াৎ ওই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।