বাসস দেশ-৩৯ : সায়েদাবাদ পানি প্রকল্পের জন্য জার্মানি ৯০ মিলিয়ন ইউরো দেবে

588

বাসস দেশ-৩৯
পানি-সহায়তা-চুক্তি
সায়েদাবাদ পানি প্রকল্পের জন্য জার্মানি ৯০ মিলিয়ন ইউরো দেবে
ঢাকা, ৭ আগস্ট, ২০১৯ (বাসস) : জার্মানির কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংক জলবায়ু পরিবর্তনের অভিযোজনের মাধ্যমে সুপেয় পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য ঢাকা (সায়েদাবাদ পর্যায়-৩) প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষ্যে আজ বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জার্মানির কেন্দ্রীয় সরকারের পক্ষে কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংক ও ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইআরডি সচিব মনোয়ার আহমেদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংকের ঢাকা কার্যালয়ের পরিচালক অনির্বাণ কুন্ডু নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগে গত বছর ১৭ অক্টোবর ইআরডি ও কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংকের মধ্যে ৯০ মিলিয়ন ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর হয়।
কেএফডব্লিউ মেঘনা নদেিত একটি পানি শোধনাগার নির্মাণ ও পানি সরবরাহ নেটওয়ার্ক আধুনিকায়নে প্রয়োজনীয় অর্থ যোগান দেবে।
ঢাকা ওয়াসা সায়েদাবাদ পর্যায়-৩ প্রকল্প বাস্তবায়ন করবে।
বাসস/সবি/জিএম/অনু-এইচএন/২০৫০/অমি