বান্দরবানের রোয়াংছড়িতে কৃষকদের মাঝে পাম্প মেশিন ও পাওয়ার টিলার বিতরণ

672

বান্দরবান, ৭ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলার রোয়াংছড়িতে উপজেলার ১৫টি পাড়া কমিটির সদস্য ও কৃষকদের মধ্যে সেচ পাম্প ও পাওয়ার টিলার বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আথুইমং মারমা’র সভাপতিত্বে এই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ইউএনডিপি জেলা ম্যানেজার খুশিরাই ত্রিপুরা, নেইতন বুইতিং প্রমুখ।
প্রধান অতিথি কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।এরই ধারাবাহিকতায় কৃষকদের সুবিধার্থে সেচপাম্প ও পাওয়ার টিলার বিতরণ করছে সরকার। সরকারের উন্নয়নের কারনে দুর্গম এলাকাগুলোতে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ।