মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াউর পদত্যাগ

782

ইয়াঙ্গুন, ২১ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াউ বুধবার পদত্যাগ করেছেন। এ পদের দায়িত্ব নেয়ার দুই বছর পর তিনি পদত্যাগ করলেন।
তার দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রেসিডেন্টের দপ্তরের ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াউ ২০১৮ সালের ২১ মার্চ পদত্যাগ করেছেন।’
এতে আরো বলা হয়, ‘সাত কার্যদিবসের মধ্যে’ একজন নতুন নেতা নির্বাচন করা হবে।
উল্লেখ্য, থিন কিয়াউ দেশটির নেত্রী অং সান সুকির ডান হাত হিসেবে পরিচিত।