ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার কূটনীতিকের সাক্ষাৎ

297

ঢাকা, ৫ আগস্ট, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সঙ্গে আজ রাশিয়ার কূটনীতিক সাক্ষাৎ করেছেন।
ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের কাউন্সিলর এবং রাশিয়া বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক মেক্সিম ডবরোখোতভ উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাতকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
এসময় ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে রুশ ভাষা কোর্সের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়েও মতবিনিময় হয়।
রাশিয়ার কূটনীতিক আধুনিক ভাষা ইনস্টিটিউটে রুশ ভাষা কোর্স পাঠদানের লক্ষ্যে রাশিয়া থেকে শিক্ষক প্রেরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।