চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

468

গুইয়াং, ২২ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারি বর্ষণে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ভেঙ্গে পড়েছে। বৃহস্পতিবার ছয়টি দ্রুতগতিসম্পন্ন ট্রেনসহ অনেকগুলো ট্রেন স্থগিত করা হয়েছে।
চায়না রেলওয়ের চেংদু গ্রুপ জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে গুইঝু প্রদেশের কুনমিং ও সাংহাইয়ের মধ্যবর্তী কতিপয় উচ্চ গতির রেললাইন পরীক্ষা করে দেখছে।
খবর সিনহুয়া’র।
কর্তৃপক্ষ ভারী বৃষ্টির কারণে গুইডিং ও কেইলির মধ্যবর্তী সেকশনগুলো বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার থেকে গুইঝু-এ ভারী বৃষ্টি হয় এবং প্রাদেশিক আবহাওয়া সার্ভিস সম্ভাব্য দুর্যোগের প্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত ‘অরেঞ্জ এলার্ট’ জারি করে।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কিয়ানডোংনান মিও নগরী ও ডং অঞ্চলে সর্বোচ্চ ১৪৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি পরিমাপ করা হয়।
প্রাদেশিক আবহাওয়া সার্ভিস আকশ্মিক বন্যা, ভূমি ধস ও শহর এলাকায় জলাবদ্ধতার ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে বলেছে।