ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক তথ্যচিত্রের মাসব্যাপী প্রদর্শনী শুরু

543

ঝালকাঠি, ১ আগস্ট ২০১৯ (বাসস) : জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র ও চলচ্চিত্রের মাসব্যাপী প্রদর্শনী আজ শুরু হয়েছে।
বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা তথ্য অফিস এ কর্মসূচির আয়োজন করেছে।
জেলা সদরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সালাম ও উদ্বোধন স্কুলের প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, জেলার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণস্থানে সারা মাস ধরে ‘আমাদের বঙ্গবন্ধু, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, ‘স্বাধীনতা কী করে হলো’, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ’ প্রভৃতি তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে।