জাতীয় বিশ্ববিদ্যালয় ও ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

432

ঢাকা, ১ আগস্ট, ২০১৯ (বাসস) : বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।
শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংযুক্ত করে পারস্পরিক সহযোগিতা, উদ্যোগ ও বিনিময়ের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পাঁচ বছর মেয়াদী এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিদ্যুৎ চক্রবর্তী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। মেয়াদ শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে এ সমঝোতা স্মারকের সময় বাড়ানোর ব্যবস্থা সমঝোতা স্মারকে রয়েছে।
এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।