হবিগঞ্জে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত

511

হবিগঞ্জ, ৩১ জুলাই ২০১৯ (বাসস) : জেলায় আজ নাগরিক সেবার উদ্যোগ সমূহের ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন আজ বুধবার এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে আজ সকালে স্থানীয় বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
সহকারী কমিশনার (আইসিটি) জান্নাত আরা লিসার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হাসান রুবেল।
পরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সম্পর্কে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সরকারী বৃন্দাবন কলেজের সহকারি অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব।
অনুষ্ঠানে হবিগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আইসিটি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে ১০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করে।