বিইউপির ১১তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

353

ঢাকা, ৩১ জুলাই ২০১৯ (বাসস) : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষির্কী মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিইউপি কালচারাল ক্লাব এবং লিটারেচার ক্লাবের যৌথ উদ্যোগে বিইউপি কনকোর্সে দিবসটি উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো: এমদাদ উল বারী প্রতিষ্ঠা দিবসের কেক কেটে এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অভিনন্দন জানান।
আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। মূল প্রবেশ পথে তৈরি করা হয় রঙিন তোরণ। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রাস্তা, করিডোরগুলো সাজানো হয় বেলুন, ফেস্টুন আর নানা রঙের পতাকায়।
এসময়, বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদারসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিইউপির কর্মকর্তা, শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জলের গানের পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শেষ হয়।