বাসস বিদেশ-১ : সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে ইন্দোনেশিয়ার ধর্মযাজককে মৃত্যুদন্ড

200

বাসস বিদেশ-১
ইন্দোনেশিয়া-সন্ত্রাস
সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে ইন্দোনেশিয়ার ধর্মযাজককে মৃত্যুদন্ড
জাকার্তা, ২২ জুন, ২০১৮ (বাসসডেস্ক) : এক সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে ইন্দোনেশিয়ার এক ধর্মযাজককে শুক্রবার মৃত্যুদন্ড দেয়া হয়েছে।
২০১৬ সালে জাকার্তা স্টারবাক ক্যাফের ওই সন্ত্রাসী হামলায় এক আত্মঘাতি বোমা হামলাকারী ওই হামলা চালায়। ওই হামলায় চার ব্যক্তির মৃত্যু হয়। খবর এএফপি’র।
জাকার্তা আদালতে সশস্ত্র পুলিশের কড়া প্রহরার মধ্যে দিয়ে মামলার শুনানি হয়। এতে আব্দুর রহমান ওই সন্ত্রাসী হামলার মূলহোতা বলে প্রমাণিত হলে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।
বাসস/জেজেড/১১৪০/কেকে