৬৪৭ মিনিট বিশ্বকাপে গোলবিহীন মেসি

195

নিঝনি নভোগড় (রাশিয়া), ২২ জুন, ২০১৮ (বাসস) : আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র’র পর রাশিয়া ফুটবল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের ব্যবধানে হারে বর্তমান রানার্স আপ আর্জেন্টিনা। দু’ম্যাচের একটিতেও গোল করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফলে বিশ্বকাপ আসরে সর্বমোট ৬৪৭ মিনিট গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি।
২০১৪ সালে অর্থাৎ গত বিশ্বকাপে গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করেছিলেন মেসি। সেটিই ছিলো বিশ্বকাপে মেসির সর্বশেষ গোল। এরপর গেল বিশ্বকাপে শেষ ষোলো, কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে অংশ নেন মেসি। কিন্তু কোনটিতেই গোল করতে পারেননি।
তাই গত বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধসহ পরের চারটি ম্যাচে এবং এবারের আসরে গ্রুপ পর্বে প্রথম দু’ম্যাচ সহ সর্বমোট ৬৪৭ মিনিট গোলবিহীন মেসি। গত আসরের কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অতিরিক্ত সময়েও গড়িয়েছিলো।