বাসস দেশ-২১ : ২১ জুন সাংবাদিক নির্যাতনের তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের আহবান

430

বাসস দেশ-২১
সাংবাদিক-নির্যাতন-আলোচনা
২১ জুন সাংবাদিক নির্যাতনের তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের আহবান
ঢাকা, ২১ জুন ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ১৯৯২ সালের ২১ জুন বিএনপি সরকারের আমলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা ও নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট জনসম্মুক্ষে প্রকাশের আহবান জানিয়েছেন।
২১ জুন সাংবাদিক নির্যাতন দিবস পালন উপলক্ষে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ৯ম ওয়েজ বোডের্র ডিএ’র গেজেট শিগগির প্রকাশ হবে। এতে সাংবাদিক নেতাদের দায়িত্ব আরও বেড়ে যাবে। ডিএ কার্যকর করার ক্ষেত্রে ইউনিয়ন নেতাদের সাথে ইউনিট পর্যায়ে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সুর্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, (বিএফইউজে)-এর সাবেক মহাসচিব আবদুল জলিল ভুইয়া, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল, ডিইউজের সাবেক সভাপতি শাবান মাহমুদ, বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, ডিইউজে’র যুগ্ম সম্পাদক আখতার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
সভায় ২১ জুনে আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সভায় বক্তারা বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং বকেয়া বেতন ভাতা প্রদানের জন্য দাবি করেন।
বাসস/নিজস্ব/এমএআর/২১১২/কেএমকে