বিআরআই ন্যায়ানুগ নয়া বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সুযোগ সৃষ্টি করছে : অধ্যাপক রেহমান সোবহান

257

ঢাকা, ২৭ জুলাই, ২০১৯ (বাসস) : ওয়ান বেল্ট ওয়ান রোডের মধ্য দিয়ে পৃথিবীতে একটি ন্যায়ানুগ নয়া বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘দ্যা বেল্ট রোড ইনিশিয়েটিভ এন্ড দ্যা নিউ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ওয়ার্ডার’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান একথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আন্তর্জাতিক এই সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশসমূহকে এর সাথে যুক্ত হতে হবে। এটা তাদের এবং এশিয়ার স্বার্থেই করতে হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অধ্যাপক রেহমান সোবহান আরো বলেন, পৃথিবীর অর্থনৈতিক ভরকেন্দ্র এখন এশিয়াতে এবং চীন সেটার নেতৃত্ব দিচ্ছে।
তিনি বলেন, চীন তার উদ্বৃত্ত অর্থ তৃতীয় বিশ্বের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়ন কর্মকান্ডে বিনিয়োগ করতে আগ্রহী। যারা এ কথা বলেন যে, চীনের এই বিনিয়োগ ঋণের ফাঁদ তৈরি করছে এবং সেখানে পাকিস্তান ও শ্রীলংকার উদাহরণ দেয়, তাদেরকে বলা প্রয়োজন, চীনের বিনিয়োগের বহু পূর্বেই পাকিস্তান তাদের ৭ লাখ সৈন্য পালতেই এই ঋণের ফাঁদে পড়েছিল।
রাশেদ খান মেনন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে যেভাবে সাজিয়েছিল তাতে তৃতীয় বিশ্বের দেশগুলো এক চূড়ান্ত অসম পরিস্থিতির মুখে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পৃথিবীর পরাধীন দেশগুলো উপনিবেশিক শাসনের কবলমুক্ত হতে স্বাধীন দেশ হিসেবে আবিভূত হচ্ছিল। তারা তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে তাদের জায়গা নিতে পারছিল না।
তিনি বলেন, ওই সময়ে জোট নিরপেক্ষ আন্দোলনের সভাপতি আলজেরিয়ায় বুয়ারে বুমেদিন জাতিসংঘের মহাসচিবকে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সমতা বিধানের উদ্যোগ নিতে বলেন। জাতিসংঘে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বেশকিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু পশ্চিমা বিশ্ব কখনোই এটা মেনে নিতে পারেনি। বরং বিশ্বায়নের নামে পশ্চিমাদের আরোপিত নয়া উদারনীতি তৃতীয় বিশ্বের দেশগুলোর মানুষের জীবনমান আরো নেমে যায়। সৃষ্টি হয় বিপুল পরিমাণ ধনবৈষম্য।
সেমিনার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি প্রফেসর মইনুল ইসলাম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এনাম আহমেদ চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদাক ফজলে হোসেন বাদশা।