বাসস ক্রীড়া-১২ : বিশ্বকাপ : ইংল্যান্ড-আর্জেন্টিনা ফাইনাল দেখছেন বেকহ্যাম

329

বাসস ক্রীড়া-১২
বেকহ্যাম- ফাইনাল
বিশ্বকাপ : ইংল্যান্ড-আর্জেন্টিনা ফাইনাল দেখছেন বেকহ্যাম
বেইজিং, ২১ জুন, ২০১৮ (বাসস/এএফপি) : রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনাকে দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ড জয় দিয়ে রাশিয়া আসর আসর শুরু করার পর আশাবাদী হয়ে ওঠা বেকহ্যাম ফাইনালে নিজ দেশ ও আর্জেন্টিনাকেই দেখছেন।
নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে তিউনিশিয়াকে হারানোর পর ইংলিশদের নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা উজ্জল হওয়ায় চীনে এক প্রমোশনাল অনুষ্ঠানে কথা বলছিলেন বেকহ্যাম।
দীর্ঘ দিন যাবত আন্তর্জাতি ফুটবলে ইংল্যান্ডের সাফল্য নেই। বেকহ্যাম অধিনায়ক থাকাকালীন সর্ব শেষ ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টাফাইনালে পৌঁছতে সক্ষম হয়েছিল ইংল্যান্ড। নিজ মাঠ ওয়েম্বলিতে জার্মানিকে হারিয়ে একবারই ১৯৬৬ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ইংল্যান্ড।
চীনের কলেজ ফুটবল লীগের এক অনুষ্ঠানে বেকহ্যাম বলেন, ‘আমার বিশ্বাস আর্জেন্টিনা ফাইনালে ইংল্যান্ডের মোকাবেলা করবে।’
তিনি আরো বলেন, ‘অবশ্যই আমি চাইব ইংল্যান্ড শিরোপা জয় করুক। তবে সেটা হবে দেশের জন্য আমার পক্ষপাতিত্ব।’
তবে গ্যারেথ সাউথগেটের দলটিকে কঠিন রাস্তা পাড়ি দিতে হবে বলে সতর্ক উচ্চারণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার এবং তিনটি বিশ্বকাপ খেলা বেকহ্যাম।
তিনি বলেন, ‘গ্রুপের প্রথম ম্যাচে দল জয়ী হওয়ায় আমি অত্যন্ত খুশি। ইংল্যান্ড তারুণ্য নির্ভর একটি দল এখনো তাদের অভিজ্ঞতা খুব বেশি হয়নি এবং বিশ্বকাপে তাদের পথটা কঠিন থেকে কঠিনতর হবে। কেননা টুর্নামেন্টে ভাল ভাল অনেক দল অংশ নিচ্ছে।’
মেক্সিকোর কাছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির পরাজয়সহ টুর্নামেন্টের শুরুর দিকে শীর্ষ কয়েকটি দল ধুকতে থাকাটাও বেকহ্যামের এমন ধারনার পিছে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্বের অন্যতম শীর্ষ তারকা লিওনেল মেসির পেনাল্টি মিসের পর প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করা আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনাল কিংবা ফাইনালে ইংল্যান্ডের দেখা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বাসস/এএফপি/স্বব/১৯২৬/এমএইচসি