নোয়াখালীতে দিনব্যাপি স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

312

নোয়াখালী, ২৬ জুলাই ২০১৯ (বাসস) : জেলায় আজ শুক্রবার স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি’র ‘উজ্জীবন’ প্রকল্পের আওতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জেলা প্রশাসক তন্ময় দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলার সভাপতি ডা. এম এ নোমান।
কর্মশালায় বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক সালিম সামাদ, সেইভ দ্যা চিলড্রেন-এর পরিচারক বেলাল উদ্দিন, বাংলাভিশনের সিনিয়র নিউজরুম এডিটর নাসরিন গীতি এবং বাংলাদেশ টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আতাউর রহমান রানা।
কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৬ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
কর্মশালায় দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে মা-নবজাতক, শিশু-কিশোর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ও যক্ষা সম্পর্কে আলোকপাত করা হয়।