বাসস বিদেশ-৩ : জাপানে অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে তল্লাশি

261

বাসস বিদেশ-৩
জাপান-তল্লাশি-অগ্নিকান্ড
জাপানে অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে তল্লাশি
টোকিও, ২৬ জুলাই, ২০১৯ (বাসস-ডেক্স) : জাপানের কিয়েটোতে একটি এনিমিয়েশন মুভি তৈরির স্টুডিওতে অগ্নি সংযোগের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে আজ শুক্রবার তল্লাসি চালিয়েছে পুলিশ।ওই অগ্নিকান্ডের ঘটনায় ৩৪ জন প্রাণ হারায়।
এই ঘটনায় জড়িত সন্দেহভাজন শিনজি এ্যায়োবাকে পুলিশ শনাক্ত করেছে।এই অগ্নিকান্ডে শিনজি নিজেও গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ১৮ জুলাই এই অগ্নিকান্ডে ৩৪ জন লোক প্রাণ হারায়। তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।পুলিশ জানায়, এই ঘটনায় অগ্নি সংযোগ ও হত্যার অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার সরকারী এনএইচকে ব্রডকাস্টার জানায়, কিয়েটো পুলিশ টোকিওর দক্ষিণে সাইটামায় এ্যায়োবার এপার্টমেন্টে তল্লাশি চালায়। ফুটেজে সাদা গ্লোবস ও বড় প্লাস্টিক ব্যাগ নিয়ে অনেক পুলিশ কর্মকর্তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেখা যায়।
সন্দেহভাজন এ্যায়োবার দাবি কিয়েটো এনিমেশন কোম্পানি তার উপন্যাস থেকে আইডিয়া চুরি করেছে।তবে ওই কোম্পানি ও এ্যায়োবার মধ্যে আর কোন লিংক পাওয়া যায়নি।
আগুনে এ্যায়োবার গোটা শরীর পুড়ে গেছে,এখনো তার অবস্থা গুরুতর। ওসাকার এক হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বাসস/এএফপি/অনুবাদ -এমএবি/১২৫৫/এমএসআই