বাসস দেশ-৩১ : ‘টেক্সওয়ার্ল্ড ইউএসএ’- মেলায় বাংলাদেশী পণ্য দৃষ্টি আকর্ষণ করেছে

125

বাসস দেশ-৩১
টেক্সওয়ার্ল্ড- যুক্তরাষ্ট্র
‘টেক্সওয়ার্ল্ড ইউএসএ’- মেলায় বাংলাদেশী পণ্য দৃষ্টি আকর্ষণ করেছে
ঢাকা, ২৫ জুলাই, ২০১৯ (বাসস) : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘টেক্সওয়ার্ল্ড ইউএসএ’ মেলায় বাংলাদেশী পণ্যসামগ্রী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
তিন দিনের ওই মেলা গতকাল বুধবার সমাপ্ত হয়েছে। বাংলাদেশ থেকে ছয়টি ফেব্রিকস, গার্মেন্টস ও হোম টেক্সটাইল তাদের উৎপাদিত পণ্য নিয়ে এতে অংশ নেয়।
অংশগ্রহণকারী ব্যবসা প্রতিষ্ঠানসমূহ হলো, আশা টেক্সটাইল, হাই অ্যাপারেল, মাম বাংলাদেশ, রেজা ফ্যাশন লিমিটেড (রেজা গ্রুপ), ফারসিইং নিট কম্পোজিট লিমিটেড ও সিকোটেক্স ফেব্রিকস্।
মেলা চলাকালে বাংলাদেশী কোম্পানীগুলো যুক্তরাষ্ট্র ও আরো কয়েকটি দেশের দর্শনার্থীদের পদচারণায় মুখোর ছিল।
এ মেলার পাশাপাশি ‘অ্যাপারেল সোর্সিং ইউএসএ’ ও ‘হোম টেক্সস্টাইল ইউএস এ’ মেলাও অনুষ্ঠিত হয়।
মেস ফ্রাঙ্কফ্রুট নামে একটি বিশাল বাণিজ্য মেলা প্রতিষ্ঠান এ ইভেন্টের আয়োজন করে। ২০টি দেশের ৮৪৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং পাঁচ হাজারেরও বেশি দর্শক এ মেলায় অংশগ্রহণ করে।
বাসস/অনু-জেজেড/১৮৪২/আরজি