বাসস ক্রীড়া-১৩ : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১২২ রানের লিড পেল আয়ারল্যান্ড

507

বাসস ক্রীড়া-১৩
আয়ারল্যান্ড-ইংল্যান্ড
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১২২ রানের লিড পেল আয়ারল্যান্ড
লন্ডন, ২৪ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র চারদিনের টেস্টে প্রথম ইনিংসে ১২২ রানের লিড পেল আয়ারল্যান্ড। টিম মুরতাগের পাঁচ উইকেট শিকারে বুধবার প্রথম দিন প্রথম সেশনে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২০৭ রানে অলআউট হয় আইরিশরা। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন এন্ড্রু ব্যালব্রিনি। এছাড়া পল স্ট্রার্লিং ৩৬ ও কেভিন ও’ব্রায়েন ২৮ রান করেন। বল হাতে ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড-স্টোন-কারান।
এর আগে ক্রিকেটর তীর্থ ভুমি লর্ডসে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। কাউন্টি দল মিডলসেক্সের হয়ে খেলা মুরতাগের নয় ওভারে মাত্র ১৩ রানে পাঁচ উইকেট শিকারে ঐতিহাসিক এ মাঠে নিজেদের প্রথম ম্যাচে দারুন শুরু করে আয়ারল্যান্ড।
গত বছর টেস্ট মর্যাদা পাওয়া আইরিশরা এ ম্যাচ দিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে। ৩৭ বছর বয়সী আয়ারল্যান্ডেনর প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট শিকারের নজির গড়েন।
গত ১৪ জুলাই এ মাঠেই প্রথমবারের মত ৫০ ওভার ফর্মেটের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড শেষ পর্যন্ত মাত্র ২৩.৪ ওভারেই অলআউট হয়ে যায়।
এর আগে ১৯৩৮ সালে প্রথমবার এক সেশনে অলআউট হয়েছিল ইংলিশরা। তবে গত তিন বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এক শেসনেই ১০ উইকেট হারনোর রেকর্ড গড়লো স্বাগতিকরা। যা কিনা আগামী সপ্তাহে চিরপ্রতিদ্বন্দি অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া এ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের জন্য একটা বড় দু:শ্চিন্তা।
এর আগে ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে ৭৭ এবং গত জানুয়ারীতে বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৭ অলআউট হওয়ার পর নিজ মাঠে কোন টেস্টে এক ইনিংসে এটাই ইংল্যান্ডের সর্ব নি¤œ স্কোরও বটে।
বাসস/এএমটি/২৩৫৫/স্বব