বাসস দেশ-৪৫ : পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর পরিবর্তন

554

বাসস দেশ-৪৫
পানিসম্পদ মন্ত্রণালয়-টেলিফোন
পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর পরিবর্তন
ঢাকা, ২৪ জুলাই, ২০১৯ (বাসস) : বন্যা পরিস্থিতির তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি যুক্ত হয়েছে একটি মোবাইল নম্বর।
বুধবার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, পাশাপাশি এই সেবাকে বিস্তৃত করতে নিয়ন্ত্রণ কক্ষের পরিধি বাড়িয়ে নতুন একটি মোবাইল নম্বরও সংযুক্ত করা হয়েছে।
এখন থেকে ০২-৯৫৭০০২৮ এই টেলিফোন নম্বরের পরিবর্তে ০২-৯৫৪০৭০১ নম্বর এবং ০১৩১৮২৩৪৫৬০ মোবাইল নম্বরে বন্যা সংক্রান্ত তথ্য প্রদানের জন্য সর্বস্তরের জনসাধারণকে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এছাড়া পূর্বের বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য জানতে মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ডের ‘বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের টোল ফ্রি ১০৯০ এই নম্বরে ফোন করার পর ৫ প্রেস করতে হবে বলে জানানো হয়।
বাসস/তবি/এসএস/২০১৭/কেএআর