নীলফামারীতে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা শুরু

381

নীলফামারী, ২৩ জুলাই, ২০১৯ (বাসস): জেলায় সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
আজ বেলা ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মেলার উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, জেলা কৃষি বিভাগের উপপরিচালক আবুল কাশেম আযাদ, ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম সিদ্দিকী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ জানান, মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারার ৪২টি স্টল স্থান পেয়েছে। আগামী ৩০ জুলাই সন্ধ্যায় বৃক্ষমেলা শেষ হবে।