বাসস দেশ-৩৮ : ৪৮ ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের অনুমোদন বাতিল

556

বাসস দেশ-৩৮
আইএসপিএস-অনুমোদন-বাতিল
৪৮ ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের অনুমোদন বাতিল
ঢাকা, ২২ জুলাই, ২০১৯ (বাসস) : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নবায়ন না করায় ৪৮টি ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপিএস)-এর অনুমোদন বাতিল করেছে।
সারা দেশে মোট ২৫ লাইসেন্সধারী আইএসপিএস। তবে কেন্দ্রীয় অঞ্চলে আইএসপিএস-এর সংখ্যা ছিল ২৩।
বিটিআরসি আজ এই লাইসেন্স বাতিলের এ ঘোষণা দেয় এবং সেই সঙ্গে লাইসেন্স সংক্রান্ত নির্দেশনা অনুসরণেরও নির্দেশ দেয়। ৫ বছরের লাইসেন্সসমূহের নবায়নের মেয়াদ অতিক্রমের ১৮০ দিন আগে আইএসপিএস-কে নবায়নের আবেদন করতে হয়। তবে আইএসপিএস লাইসেন্স নবায়ন না করায় বিটিআরসি সেগুলোর লাইসেন্স বাতিল করে।
বিটিআরসি আরো ঘোষণা দেয়, অনুমোদনবিহীন আইএসপিএস-এর যে কোনো কার্যক্রম পুরোপুরি অবৈধ ও পুনরায় কোনো কার্যক্রমে নিয়োজিত হলে তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০০১ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া টেলিকম রেগুলেটরি কমিশন ঘোষণা দেয়ার এক মাসের মধ্যে এসব আইএসপিএস অপরিশোধিত দেনা পরিশোধ না করলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০০১ ও পাবলিক ডিমান্ড রিকোভারী অ্যাক্ট ১৯১৩ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বাসস/অনু-জেজেড/২২০৫/জেহক/-এইচএন