বাজিস-১২ : নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের কাছে চেক হস্তান্তর

149

বাজিস-১২
নোয়াখালী- চেক হস্তান্তর
নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের কাছে চেক হস্তান্তর
নোয়াখালী, ২২ জুলাই ২০১৯ (বাসস) : বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত আনসার সদস্য মো. নূর নবীর পরিবারকে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত ৫লাখ ৫০ হাজার টাকার চেক আজ হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
১৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ডেন্ট আশিষ কুমার ভট্টাচার্য-এর সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেঞ্জের আনসার ও ভিডিপি পরিচালক ও রেঞ্জ কমান্ডার ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
উল্লেখ্য, আনসার সদস্য মো. নূর নবী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের তুলাচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় দায়িত্বপালনরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮১০/এমকে