বাজিস-৯ : হবিগঞ্জের মাধবপুরে চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

181

বাজিস-৯
হবিগঞ্জ- জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ, ২২ জুলাই, (বাসস) : জেলার মাধবপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে স্থানীয় ধান বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাশতারানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও তাসনুভা নাশতারান জানান, অভিযানকালে ধান বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে বন্ধন বেকারীকে ১৫ হাজার, ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে ১৫ হাজার, ভাই ভাই ভেরাইটিজ স্টোরকে ৬ হাজার এবং কাজল ব্রাদার্স নামক মুদির দোকানকে আরো ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানের খবর পেয়ে বাজারে মরা মুরগির মাংস বিক্রেতারা পালিয়ে যায়। এ সময় প্রায় ৩০ কেজি মাংস জব্দ করে ধ্বংস করে দেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬৫৫/এমকে