বাজিস-১০ : রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

179

বাজিস-১০
রাঙ্গামাটি-বৃক্ষমেলা
রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
রাঙ্গামাটি, ২২ জুলাই ২০১৯(বাসস): জেলায় আজ থেকে সপ্তাহব্যাপি ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯’ শুরু হয়েছে।
আজ সোমবার সকালে বৃক্ষের চারা রোপন ও ফিতা কেটে এই কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে এই বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে।
আজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গাছের চারা রোপণ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এসে আলোচনাসভায় মিলিত হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য্য, পুলিশ সুপার আলমগীর কবির, পৌর মেয়র আকবর হোসনে চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।
পরে বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাষিদের মাঝে গাছের চারা বিতরণ শেষে পৌর প্রাঙ্গণে বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।
বাসস/সংবাদদাতা/১৬৫৫/এমকে