বাজিস-৭ : বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ স্বাভাবিক

192

বাজিস-৭
বান্দরবান – সড়ক যোগাযোগ
বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ স্বাভাবিক
বান্দরবান, ২২ জুলাই, ২০১৯ (বাসস) : ১৪ দিন বন্ধ থাকার পর আজ সকালে বান্দরবানে সাথে রোয়াংছড়ি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বান্দরবানের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ জানান, উপজেলার ৪,৯,ও ১০ মাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় । ওই সড়ক থেকে মাটি সরানোর পর গতকাল পর্যন্ত হালকা যানবাহন চলাচল করার জন্য উপযোগী করা হয় । তবে আজ সকালে সব ধরনের যানবাহন চলাচলের জন্য ওই সড়ক খুলে দেয়া হয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, গত ৮ জুলাই থেকে টানা বর্ষণে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় । এতে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের । বন্ধ হয়ে যায় দুই উপজেলার মধ্যে পণ্য পরিবহণ ব্যবস্থা ।
বাসস/সংবাদদাতা/১৩৪৬/নূসী