বাজিস-৬ : শরীয়তপুরে বৃক্ষ রোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা শুরু

185

বাজিস-৬
শরীয়তপুর- বৃক্ষ মেলা
শরীয়তপুরে বৃক্ষ রোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা শুরু
শরীয়তপুর, ২২ জুলাই, ২০১৯ (বাসস): “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার ও শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” এ প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।
সোমবার বেলা ১১ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ৫দিনব্যাপী মেলার শুরু করা হয়। র‌্যালি শেষে বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রধান অতিথি হিসেবে ৫ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: রিফাতুল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আল মামুন সিকদার, শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থদের মাঝে তিন শতাধিক বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ২০টি স্টলে রকমারী ফলদ ও ওষুধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মেলা চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। র‌্যালি ও আলোচনা সভায় কৃষক, শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী সহ নানা শ্রেণী পেশার সহ¯্রাধিক লোক অংশ নেয়।
বাসস/সংবাদদাতা/১৩৪০/নূসী