বেইজিং দপ্তরে হংকং বিক্ষোভকারীদের হামলায় ‘সকল চীনা নাগরিক’ মর্মাহত

304

হংকং, ২২ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : হংকংয়ে নিযুক্ত চীনের শীর্ষ দূত সরকার বিরোধীদের কঠোর সমালোচনা করে সোমবার বলেছেন, আগের রাতের ঘটনাটি ছিল ‘চীনের সকল জনগণের’ জন্য অপমানজনক। হংকং নগরীতে বেইজিংয়ের দপ্তরের দেয়ালগুলো নানা ধরনের ব্যঙ্গ চিত্র দিয়ে ছেয়ে ফেলায় তিনি তাদের এ সমালোচনা করেন। খবর এএফপি’র।
বেইজিংয়ের সংযোগ দপ্তরের প্রধান ওয়াং ঝিমিন সাংবাদিকদের বলেন, ‘এসব কর্মকান্ড হংকংয়ের দীর্ঘদিনের লালিত আইনের শাসনের জন্যে মারাত্মক ক্ষতি এবং ওই নগরীর ৭০ লাখ বাসিন্দাসহ চীনের সকল জনগণের অনুভূতির প্রতি মারাত্মক আঘাত।’