বাসস দেশ-৪৯ : সরকারি ক্রয় বিষয়ক সিটিজেন পোর্টাল নির্মাণ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

518

বাসস দেশ-৪৯
কর্মশালা-সিপিটিইউ
সরকারি ক্রয় বিষয়ক সিটিজেন পোর্টাল নির্মাণ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ২১ জুলাই, ২০১৯ (বাসস) : সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) সরকারি ক্রয় বিষয়ে নাগরিকদেরকে বিভিন্ন তথ্য বাংলায় দেয়ার জন্য একটি সিটিজেন পোর্টাল নির্মাণ করছে ।
সিটিজেন পোর্টাল ও ডোমেইনের নামকরণের ধরণ ও কন্টেন্ট কী হতে পারে তা নির্ধারণের লক্ষ্যে আজ রাজধানীর এলজিইডি মিলনায়নতনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিপিটিইউতে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট সিটিজেন পোর্টাল নির্মাণে কাজ করছে। কর্মশালার ব্যবস্থাপনা করেছে ডিনেট।
সিপিটিইউ-এর মহাপরিচালক মোঃ আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান ও বিশ্বব্যাংক ঢাকা অফিসের লীড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড: জাফরুল ইসলাম, সিপিটিইউ’র পরিচালক শীষ হায়দার চৌধুরী এবং ডিনেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল হোসাইন।
বিভিন্ন সরকারি ক্রয়কারী এজেন্সির কর্মকর্তা, টেন্ডারার, মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এমএআর/২৩৪০/এবিএইচ