বাসস দেশ-৩২ : চট্টগ্রামে অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

122

বাসস দেশ-৩২
অভিযান-গ্রেফতার
চট্টগ্রামে অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
চট্টগ্রাম, ২১ জুলাই, ২০১৯ (বাসস) : দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তনচংগ্যাকে (৫৯) গ্রেফতার করেছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম জানান, রোববার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নিবারন চন্দ্র তনচংগ্যা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ি এলাকার মৃত সুরেন্দ্র লাল তনচংগ্যার ছেলে।
মাহবুবুল আলম বলেন, আদা ও হলুদ চাষীদের কাছে বিতরণের নামে অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তনচংগ্যাসহ আরো কয়েকজন ২৮ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। সেখান থেকে চাষীদের ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে বাকি ২৭ লাখ ৭০ হাজার টাকা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনা অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক।
বাসস/জিই/এসকেবি/এমএমবি/১৮৫৫/শআ