বাসস বিদেশ-২ : ক্রুদের সহযোগিতার ওপর নির্ভর করছে আটক জাহাজের তদন্তের গতি : ইরান

116

বাসস বিদেশ-২
ইরান-ক্রু তদন্ত
ক্রুদের সহযোগিতার ওপর নির্ভর করছে আটক জাহাজের তদন্তের গতি : ইরান
তেহরান, ২১ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : আটক ব্রিটিশ পতাকাবাহী জাহাজের তদন্তের গতি ক্রুদের সহযোগিতার ওপর নির্ভর করছে। জাহাজ ফিরিয়ে দেয়ার আহ্বান উপেক্ষা করে রোববার ইরান এ কথা বলেছে।
ইরানের ইসলামিক রিভ্যুলশনারি গার্ড শুক্রবার আন্তর্জাতিক নৌ আইন অমান্য করায় বন্দর আব্বাস থেকে স্টিনা ইমপারো নামের ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজ আটক করে। জাহাজে ক্রু সংখ্যা ২৩ এর মধ্যে ক্যাপ্টেনসহ ভারতের ১৮ জন। তিনজন রাশিয়ান, একজন লাটভিয়ান ও একজন ফিলিপিনো।
হরমুজগান বন্দর প্রদেশ ও নৌ অথরিটির উর্ধ্বতন কর্মকর্তা আল্লাহ মুরাদ আফিপুর বলেন, ক্রুর সকলেই ভালো আছে। তারা জাহাজেই আছে। আর জাহাজটি নিরাপদ স্থানে নোঙর করা।
প্রেস টিভিকে তিনি আরো বলেন, আমরা তাদের প্রয়োজন মেটাতে প্রস্তুত। কিন্তু জাহাজ সম্পর্কে আমাদেরকে তদন্ত করতে হবে।
তিনি বলেন, আর এই তদন্তের গতি নির্ভর করছে ক্রুদের সহযোগিতার ওপর।
বাসস/জুনা/১৬৫৫/আরজি