চন্দ্রাভিযানের ৫০ বছরপূর্তি উপলক্ষে শিশুদের আঁকা চিত্র প্রদর্শণী

836

ঢাকা, ২০ জুলাই, ২০১৯ (বাসস) : চন্দ্রাভিযানের ৫০ বছরপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে শিশুদের আঁকা ছবি নিয়ে এক চিত্র প্রদর্শনী হয়েছে। তাই বিপুলসংখ্যক শিশু আর অভিভাবকের পদচারণায় মুখর ছিল রাজধানীর ধানমন্ডির টিএমকে সেন্টার।
চাঁদের মাটিতে বাংলাদেশের পতাকা, রকেট আর চাঁদের পোশাক পড়া নভচারী এমনি শিশুদের কল্পনায় চাঁদে অবতরণের ৮০টি ছবির মধ্যে বাছাইকৃত ৫০টি ছবি প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। টিএমকে সেন্টার আয়োজিত এ প্রদর্শনীতে শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ও ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দুই বিভাগের শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হয়।
বিকাল সাড়ে ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিউটের সাবেক ডীন শিল্পী আবুল বারক আলভি। এ সময় আরো উপস্থিত ছিলেন টিএমকে সেন্টারের পরিচালক আসিফ উদ্দিন আহমদ, শিল্পী মেহেদি হক ও অন্যান্যরা।
শিল্পী আবুল বারক আলভি বলেন, শিশুদের এই ধরনের প্রদর্শনী অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তবে কিছু কিছু ছবিতে অভিভাবকরা তাদের সাহায্য করেছেন। শিশুদেরকে তাদের নিজের ইচ্ছে মতো আঁকতে দিলে তাদের সৃজন ক্ষমতা বাড়বে।
আগামী ২৩ তারিখে পুরস্কার বিতরণির মধ্য দিয়ে শেষ হবে এ চিত্র প্রদর্শণী।