বাসস বিদেশ-২ : ভারতে আন্তর্জাতিক ইয়োগা দিবসের ব্যাপক প্রস্তুতি

209

বাসস বিদেশ-২
ভারত-স্বাস্থ্য
ভারতে আন্তর্জাতিক ইয়োগা দিবসের ব্যাপক প্রস্তুতি
নয়াদিল্লী, ২১ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : বৃহস্পতিবার চতুর্থ আন্তর্জাতিক ইয়োগা দিবসকে সামনে রেখে বিশ্বব্যাপী ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। ভারতে এ উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির উত্তরাঞ্চলীয় শহর দেরাদুনে ৬০ হাজার মানুষের সঙ্গে ইয়োগার (যোগ ব্যয়াম) ‘আসন’ চর্চা করবেন।
একটি বনাঞ্চলে এই ইয়োগার আয়োজন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ইয়োগাস্থলের আশপাশ থেকে সাপ, বানর ও অবাঞ্চিত গাঝের ডালপালা পরিষ্কার করছেন।
বন কর্মকর্তা রাজিব ধীমান হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘আমরা এই বিশাল আয়োজনে অংগ্রহণকারীদের সব ধরনের স্বাচ্ছন্দ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের কষ্টদায়ক সবকিছু অপসারণ করা হচ্ছে। এ পর্যন্ত আমরা আয়োজনস্থলের কাছ থেকে দুটি সাপকে ধরে দূরে ছেড়ে এসেছি।’
নয়াদিল্লীর অপর একটি ইয়োগার আয়োজনে ১০ হাজার লোক নিবন্ধন করেছেন।
তবে সবচেয়ে বড়টি হবে মহিশুরে। এখানে ৮০ হাজার লোক অংশ নিবে বলে আয়োজকরা জানান।
এছাড়াও আয়ারল্যান্ডের কিলকেনি, অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মিলান ও বাহরাইনে ছোট পরিসরে ইয়োগার আয়োজন করা হয়েছে।
ইতালির মিলানে ১০৮ জন ইয়োগায় অংশ নেবে। এরা সূর্য প্রণাম চর্চা করবেন।
নিউইয়র্কের জাতিসংঘ ভবনের উত্তর প্রান্তে সোমবার থেকে লেজার প্রজেকশনের মাধ্যমে ইয়োগার বিভিন্ন ভঙ্গি দেখানো হচ্ছে।
মোদি নিজেকে ইয়োগার আগ্রহী ও চর্চাকারী হিসেবে উপস্থাপন করেছেন।
চলতি সপ্তাহে এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ মানসিক অবসাদ ও যন্ত্রণায় ভুগছেন। ইয়োগা তাদের মন ও মস্তিষ্ক শান্ত করতে পারে।’
সাম্প্রতিক কয়েক দশকে ইয়োগাকারীদের সংখ্যা বহুগুণে বেড়ে গেছে। প্রতিদিন লাখো মানুষ ইয়োগা চর্চা করে।
ভারতে এটিকে আধ্যাত্মিক চর্চা হিসেবে মনে করা হলেও পশ্চিমা দেশগুলোতে এটি শারীরিক ব্যয়াম হিসেবে মনে করা হয়।
পবিত্র গঙ্গা নদী তীরবর্তী নগরী ঋষিকেশে এটিকে আধ্যাত্মিক চর্চা হিসেবেই দেখা হয়। এই নগরীকে যোগ ব্যায়ামের বিশ্ব রাজধানী হিসেবে মনে করা হয়।
বাসস/কেএআর/১২৪৫/শহক