বাসস দেশ-১৯ : রাজউকে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন তৈরি করতে হবে : শিল্প প্রতিমন্ত্রী

633

বাসস দেশ-১৯
শিল্প প্রতিমন্ত্রী-রাজউক
রাজউকে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন তৈরি করতে হবে : শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, ১৯ জুলাই ২০১৯ (বাসস) : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, রাজউকে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন তৈরি করতে হবে।
রাজউকের অনুমোদনের জন্য এক ধরনের নকশা আর ভবন তৈরির জন্য অন্য ধরনের নকশা এই মানসিকতা থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, রাস্তার জন্য নির্ধারিত জায়গা ছেড়ে দিয়ে ভবন তৈরি করতে হবে।
আজ রাজধানীর মিরপুরে পীরেরবাগে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সভায় ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হারুনুর রশিদ মিঠু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য এ কে দেলোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
কামাল আহমেদ মজুমদার বলেন, জঙ্গিবাদ, মাদক, ইয়াবার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সফলতার স্বাক্ষর রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি প্রতিমন্ত্রী আহবান জানান।
তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বাসস/সবি/এমএআর/২০২০/শআ