বাজিস-৪ : ২ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

284

বাজিস-৪
সিলেট- রেল যোগাযোগ
২ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক
সিলেট, ১৯ জুলাই ২০১৯ (বাসস): দুইঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ সচল হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে লাইনচ্যুত হয়। ২ঘন্টা বিচ্ছিন্ন থাকার পর বেলা ২টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুলাউড়া রেল স্টেশনের মাস্টার মুহিবুর রহমান (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্ষতিগ্রস্ত বগিটি রেখে জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। বর্তমানে স্টেশনের ১নং প্লাটফর্ম ও ৩ নং প্লাট ফর্মের লাইন বন্ধ রয়েছে। কেবল ২নং প্লাটফর্মের লাইনটি সচল রেখে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
এর আগে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনটির মধ্যখানের একটি বগি কুলাউড়া রেলস্টেশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন এবং রেললাইনের প্রায় ৩শ মিটার স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।
বাসস/সংবাদদাতা/১৯৪৮/এমকে