বাসস বিদেশ-২ : আরব সাগরে মার্কিন নাবিক নিখোঁজ

179

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-ইরান-উপসাগর-সৈন্য-নিখোঁজ
আরব সাগরে মার্কিন নাবিক নিখোঁজ
ওয়াশিংটন, ১৯ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা আমেরিকান এক নাবিকের সন্ধান পেতে তৎপরতা চালাচ্ছে। আরব সাগরে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের রণতরি থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
বাহরাইন ভিত্তিক ফিফথ ফ্লীটের এক বিবৃতিতে, বুধবার এ নাবিকের নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সেখানে এক ব্যক্তি জাহাজ থেকে পড়ে নিখোঁজের কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে স্পেন ও পাকিস্তানের জাহাজের সাহায্যে নিখোঁজ নাবিকের সন্ধান করা হচ্ছে।
উপসাগরীয় অঞ্চলে ইরান এবং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর মধ্যে চরম উত্তেজনার পেক্ষাপটে এ ঘটনা ঘটলো।
উপসাগর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান কেনেথ ম্যাকেঞ্জি অত্যন্ত স্পর্শকাতর এ জলসীমা দিয়ে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ‘দ্রুত’ কাজ করার অঙ্গীকার করেন। বিশ্বের অপরিশোধিত বেশির ভাগ তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়ে থাকে।
বাসস/এমএজেড/১২২৫/এমএসআই