বাসস দেশ-৩৫ : ভুটান থেকে ভারত হয়ে প্রথম কার্গো জাহাজ নারায়নগঞ্জে

290

বাসস দেশ-৩৫
কার্গো-ভুটান-নারায়নগঞ্জ
ভুটান থেকে ভারত হয়ে প্রথম কার্গো জাহাজ নারায়নগঞ্জে
ঢাকা, ১৮ জুলাই, ২০১৯ (বাসস) : ভুটান থেকে পাথর বহনকারী প্রথম কার্গো জাহাজ ভারত-বাংলাদেশ প্রটোকল রুট অতিক্রম করে ১৬ জুলাই নারায়নগঞ্জে পৌঁছেছে। কার্গোটি আজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস, ভুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগাই ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফোয়ান সোবহান নারায়নগঞ্জে প্রথম কার্গো চালানটি গ্রহণ করেন। ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ভারতীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শ্রী মানসুখ মান্দাভিয়া গত ১২ জুলাই আনুষ্ঠানিকভাবে ইনল্যান্ড ওযাটারওয়ে অথোরিটি অব ইন্ডিয়া (আইডব্লিউএআই)এর এমভি এএআই জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে ডিজিটালি বিদায় জানান।
জাহাজটি এক হাজার টন পাথর বহন করছে। একই পরিমান পণ্য বহন করতে ৫০টিরও বেশি ট্রাকের প্রয়োজন।
ভারতীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শ্রী মানসুখ মান্দাভিয়া বলেন, এটা একটি ঐতিহাসিক ঘটনা। এর থেকে ভারত, ভুটান ও বাংলাদেশ উপকৃত হবে এবং প্রতিবেশি দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার হবে।
বাসস/এসএএইচ/অনু-এএএ/২০৩০/-শআ