বাসস ক্রীড়া-২ : শেষ দুই ম্যাচ আমাদের জন্য ফাইনাল : নয়্যার

368

বাসস ক্রীড়া-২
ফুটবল-নয়্যার
শেষ দুই ম্যাচ আমাদের জন্য ফাইনাল : নয়্যার
মস্কো (রাশিয়া), ২১ জুন ২০১৮ (বাসস) : ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের লজ্জা পায় চারবার ও বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তারপরও গ্রুপ পর্বের শেষ দু’ম্যাচ জিতে জার্মানি শেষ ষোলোতে জায়গা করে নিবে বলে মনে করেন দলটির গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। তিনি বলেন, ‘গ্রুপ পর্বে সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচ আমাদের কাছে এখন ‘ফাইনাল’। এই দু’ম্যাচ জিতেই আমরা গ্রুপ পর্বের বাঁধা টপকে যেতে পারবো বলে আমার দৃঢ়বিশ্বাস।’
গত ১৭ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি ঘটে। মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকে চমকে দেয় গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। দুই জার্মানি একত্রিত হওয়ার পর বিশ্বকাপ আসরে কখনোই নিজেদের প্রথম ম্যাচ হারেনি জার্মানি। অবশেষে ২০১৮ সালে জার্মানির অনন্য এক সুনাম ভেঙ্গে ফেললো মেক্সিকো।
তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে জয়ের স্বাদ নিয়ে নিজেদের বাকী সুনাম ধরে রাখতে বদ্ধ পরিকর নয়্যার। এক সংবাদ সম্মেলনে নয়্যার বলেন, ‘মেক্সিকোর কাছে এমন হার অবশ্যই অপ্রত্যাশিতই ছিলো। কারন আমরা বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে আছি। তবে মেক্সিকোর কাছে হারের পরও দলের মনোবল ভালো আছে। এটি খুবই ভাল লক্ষণ। আমরা আবারো মাঠে নামতে মুখিয়ে আছি। আমরা বিশ্বাস করি, গ্রুপ পর্বের শেষ দু’ম্যাচ জিতে নক আউট পর্বে পৌঁছতে পারব।’
বিশ্বকাপ শুরুর আগেই এবারের জার্মান দল নিয়ে অশনি সঙ্কেত ছিলো। তাহলো- ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলার ও ২০১৭ সালে ফিফা কনফেডারেশন্স কাপ জয়ী খেলোয়াদের মধ্যে বিভাজন রয়েছে। সেটিই কি মেক্সিকোর বিপক্ষে ম্যাচে প্রভাব পড়লো? এমন অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছেন নয়্যার। তিনি বলেন, ‘দলে কোনও বিভাজন নেই। বিশ্বকাপ ও কনফেডারেশন্স কাপ জয়ী দলের খেলোয়াড়রা নিজ দেশের জন্যই খেলেছে। আর আমার মনে হয়, আমাদের একটি খারাপ দিন গেছে। সোচিতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। একটা নতুন শহরে নতুন অভিজ্ঞতার সামনে পড়তে ভালই লাগবে। আশা করছি, ম্যাচের ফল আমাদের দিকেই আসবে।’
আগামী ২৩ জুন সোচিতে সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে সুইডেন ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। সুইডেনের বিপক্ষে অন্য এক জার্মানিকে দেখা যাবে বলে মনে করেন নয়্যার, ‘আমি নিশ্চিত সুইডেনের বিপক্ষে আমরা ভালো ফুটবল খেলবো। যদিও জানি, এত সহজে সব পাল্টে দেওয়া যাবে না। কিন্তু আমাদের চেষ্টার কমতি থাকবে না।’
বাসস/এএমটি/১০১৫/স্বব