বাসস দেশ-৩৪ : ২০২০ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান

343

বাসস দেশ-৩৪
একুশে পদক – মনোনয়ন
২০২০ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান
ঢাকা, ১৮ জুলাই, ২০১৯ (বাসস) : সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২০ সালের জন্য একুশে পদক প্রদানের লক্ষ্যে মনোনয়ন আহবান করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় আগামী বছরেও (২০২০) সরকারীভাবে ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।
আজ এক সরকারি তথ্য বিবরণীতে সকল মন্ত্রণালয়/বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকল জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক/একুশে পদকে ভূষিত সুধীবৃন্দকে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় www.moca.gov.bd, তথ্য মন্ত্রণালয় www.moi.gov.bd ।
বাসস/তবি/জেডআরএম/১৯৫৫/শআ