নিউইয়র্কে ‘টেক্সওয়ার্ল্ড ইউএসএ’ শুরু ২২ জুলাই

293

ঢাকা, ১৮ জুলাই, ২০১৯ (বাসস) : নিউইয়র্কে ২২ জুলাই থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোশাক প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড ইউএসএ’ শুরু হচ্ছে।
বাংলাদেশি ব্যবসায়ীরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্য প্রচারের লক্ষ্যে প্রদর্শনীতে অতিতের মত এবারও অংশ নিচ্ছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো’র (ইপিবি) ডেপুটি ডিরেক্টর আবু মোখলেস আলমগীর হোসেন বাসসকে একথা জানিয়েছেন।
প্রদর্শনীর পাশাপাশি ‘এপারেল সোর্সিং ইউএসএ’ ও হোম টেক্সটাইল সোর্সিং ইউএসএ’ ও অনুষ্ঠিত হবে।
বানিজ্য মেলা সংগঠন মেসে ফ্রাঙ্কফ্রুট এই প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনীতে নির্মাতারা তাদের উৎপাদিত টেক্সটাইল ও আনুসঙ্গিক উপকরণ এবং ব্যক্তিগত পর্যায়ে উন্নয়ন সেবা ও শিল্প সংশ্লিষ্ট ক্রেতা, ডিজাইনার ও বিশেষজ্ঞদের জন্য তৈরি পোশাক প্রদর্শন করবে।
প্রদর্শনীতে বাংলাদেশ থেকে গার্মেন্টস ও হোম টেক্সটাইলের ছয়টি ফেব্রিক অংশ নিচ্ছে।
প্রতিষ্ঠানগুলো হলো আশা টেক্সটাইল, হাই এপারেল, মাম বাংলাদেশ, রেজা ফ্যাশন রিমিটেড, ফার্সিং নিট কম্পোজিট লিমিটেড ও সীকটেক্স ফেব্রিক্স লিমিটেড।