বাজিস-৫ : ভোলায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত

183

বাজিস-৫
ভোলা-মাছ-অবমুক্ত
ভোলায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত
ভোলা, ১৮ জুলাই, ২০১৯ (বাসস) : জেলায় আজ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় ৪০ কেজি পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান। এর আগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুূপার এস এম মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান প্রমূখ।
এখানে বক্তারা বলেন, ভোলা প্রাচীন কাল থেকেই মাছে সমৃদ্ধিশালী। মাছের উপর জীর্বিকা নির্বাহ করে বেঁচে আছে প্রায় সাড়ে ৩ লাখ জেলে পরিবার। এ জেলার পুকুরে যদি ব্যাপকভাবে মাছ চাষ করা যায় তাহলে সব দিক থেকেই মাছে সমৃদ্ধিশালী জেলা হবে। তারা আরো বলেন, বর্তমান সরকার মাছ চাষের উপর ব্যাপক গুরুত্ব দিয়েছে। আগামী কয়েক বছর পর ভোলা জেলা মাছে সমৃদ্ধিশালী জেলায় রুপান্তরিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাসস/এইচ এ এম/১৩২৫/নূসী