বাসস বিদেশ-২ : জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকান্ডে ৩৮ জন দগ্ধ

305

বাসস বিদেশ-২
জাপান-অগ্নিকান্ড-অ্যানিমেশন
জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকান্ডে ৩৮ জন দগ্ধ
টোকিও, ১৮ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): জাপানের পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকান্ডে কমপক্ষে ৩৮ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ এএফপি’কে জানায়, সেখানে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ আগুনে কমপক্ষে ৩৮ জন দগ্ধ হয়েছে। কিয়োটো নগরীর ওই স্টুডিওতে আগুনের সূত্রপাতের প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়।
কিয়োটো নগরী দমকল বিভাগের মুখপাত্র এএফপি’কে বলেন, ‘এ আগুনের ঘটনায় অনেকে দগ্ধ হয়েছে।’
‘এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক বলে আমরা জানতে পেরেছি। মরাত্মকভাবে দগ্ধদের অনেকে জ্ঞান হারিয়ে বলে আমি ধারণা করছি।’
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের সরঞ্জামাদি নিয়ে দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কিয়োটো আঞ্চলিক পুলিশ মুখপাত্র এএফপি’কে বলেন, ‘এক ব্যক্তি স্টুডিওটি লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করলে সেখানে এ আগুনের সূত্রপাত হয় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।’
বাসস/এমএজেড/১১-০৫/এমএবি