ঝিনাইদহে রেজিস্ট্রিকৃত জমির দলিল গ্রহিতাদের জন্য মোবাইল সেবা উদ্বোধন

370

ঝিনাইদহ, ১৭ জুলাই, ২০১৯ (বাসস) : জেলায় রেজিস্ট্রিকৃত জমির দলিল গ্রহিতাদের মাঝে বিতরণের লক্ষ্যে আজ মোবাইল সেবা উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত জমির দলিল গ্রহিতাদের মাঝে বিতরণ উপলক্ষে এ মোবাইল সেবা কার্যক্রম উদ্বোধন করেন জেলা রেজিস্ট্রার আব্দুল মালেক।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সাব-রেজিস্ট্রার মৃত্যুঞ্জয় শিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক আসাদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে যেসব জমি রেজিস্ট্রি হবে তার দলিল তৈরির পর গ্রহিতাদের মোবাইলের মাধ্যমে তথ্য জানানো হবে।এতে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তি পোহাতে হবে না।
আলোচনাসভা শেষে ৫০ জন দলিল গ্রহিতার মাঝে দলিল বিতরণ করা হয়।