বাসস রাষ্ট্রপতি-১ : দক্ষতা, নৈতিকতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে বিসিএস প্রশাসন কর্মকর্তাদের কাজ করতে হবে : রাষ্ট্রপতি

136

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি- এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস
দক্ষতা, নৈতিকতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে বিসিএস প্রশাসন কর্মকর্তাদের কাজ করতে হবে : রাষ্ট্রপতি
ঢাকা, ১৭ জুলাই ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, জনগণকে উন্নত সেবা প্রদান ও সরকারের উন্নয়ন কর্মকা-ের যথাযথ বাস্তবায়নে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা, দায়বদ্ধতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাজ করে যেতে হবে।
আগামীকাল ১৮ জুলাই বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের ‘বার্ষিক সম্মিলন ২০১৯’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের ‘বার্ষিক সম্মিলন ২০১৯’ উপলক্ষে রাষ্ট্রপতি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, জনগণের সাথে সরকারের সেতুবন্ধ সৃষ্টিসহ দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে একটি দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই। সরকারের কেন্দ্রীয় পর্যায়ে কর্মপরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং তৃণমূল পর্যায়ে তার সফল বাস্তবায়নসহ ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি জনমুখী প্রশাসনিক ব্যবস্থা গঠনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ নিরন্তর প্রয়াস অব্যাহত রাখবেন।
আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে’।
তিনি বলেন, তাই প্রশাসনসহ সিভিল সার্ভিসের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সব সময় জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে এসোসিয়েশনের প্রতিটি সদস্যকে সৎ, দক্ষ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল সিভিল সার্ভেন্ট হিসেবে গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে এবং সরকার, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্বপালনে আরো বেশি আন্তরিক হবেন – এ প্রত্যাশা করি।’
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের ‘বার্ষিক সম্মিলন ২০১৯’ সাফল্য কামনা করেন।
বাসস/তবি/এমআর/১৭০৫/-আসচৌ