বাসস দেশ-১২ : সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড

167

বাসস দেশ-১২
জিপিএ-৫-সারাদেশ
সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড
ঢাকা, ১৭ জুলাই, ২০১৯ (বাসস) : প্রতিবারের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ড সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৭ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন, এরমধ্যে পাস করেছে ২ লাখ ৭৯ হাজার ৯৯৭ জন। এই বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ০৯ শতাংশ।
১০টি শিক্ষাবোর্ডে এবার ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছে এবার ৪৭ হাজার ২৮৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৫৪ শতাংশ। গত বছর সব বোর্ড মিলিয়ে ২৯ হাজার ২৬২ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
বুধবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই তথ্য জানিয়েছেন।
এবার রাজশাহী বোর্ড থেকে ৬ হাজার ৭২৯ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৭৫ জন, যশোর বোর্ডে ৫ হাজার ৩১২ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৮৬০ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ২০১জন, সিলেট বোর্ডে ১ হাজার ৯৪ জন ও দিনাজপুর বোর্ডে ৪ হাজার ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৮ টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ৪১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার ২ হাজার ২৪৩ জন এবং কারিগরী শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাসস/এমএসএইচ/১৬৪০/-কেএআর