বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় ডব্লিউআইপিও

408

ঢাকা, ১৬ জুলাই, ২০১৯ (বাসস) : ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশন (ডব্লিউআইপিও) বাংলাদেশের ক্রমাগত উন্নয়ন এবং বিশ্বে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ অবস্থান করে নেয়ার প্রশংসা করেছে।
ডব্লিউআইপি’র একটি প্রতিনিধি দল আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলামের সঙ্গে বৈঠককালে এ প্রশংসা ব্যক্ত করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উৎপাদন ও অবস্থানের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার, বাজার নীতি সহ বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নীতি এবং গতিশীল নেতৃত্বে গত দশ বছরে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য নিরাপদ স্থান হয়ে ওঠেছে। গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।