আদালতে খুন : বিচারকদের নিরাপত্তা চেয়ে রিট

259

ঢাকা, ১৬ জুলাই ২০১৯ (বাসস) : আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেন।
কুমিল্লা জেলা আদালতে বিচারকের সামনে হত্যা মামলার এক আসামির ছুরিকাঘাতে অপর আসামি খুন হওয়ার ঘটনায় এ রিট করেন ইশরাত হাসান। আগামীকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।
এডভোকেট ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, গতকাল আদালত কক্ষে বিচারকের সামনে যেভাবে হত্যা করা হয়েছে, সচেতন নাগরিক হিসেবে এ ঘটনায় আমি উদ্বিগ্ন। এ কারণে আমি সমগ্র আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছি।
রিটে মন্ত্রিপরিষদ সচিব,আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৭)। খুনী আবুল হাসানকে (২৫) গ্রেফতাার করেছে পুলিশ। এ ঘটনায় জেলা পুলিশ তদন্ত কমিটি করেছে।