উইকেট শিকারে শীর্ষে স্টার্ক, চতুর্থস্থানে মুস্তাফিজ

4597

লর্ডস (লন্ডন), ১৫ জুলাই, ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। ১০ ইনিংসে ৫০২ রানে ২৭ উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ডও গড়েছেন স্টার্ক। এর আগে এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট শিকারের রেকর্ডটি ছিল স্টার্কের স্বদেশী গ্লেন ম্যাকগ্রার।
২১টি উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের রণ্কি ফার্গুসন। ২০টি করে উইকেট নিয়ে তৃতীয়স্থানে যৌথভাবে আছেন মুস্তাফিজুর রহমান ও ইংল্যান্ডের জোফরা আর্চার।
দ্বাদশ বিশ্বকাপের শীর্ষ পাঁচ বোলার :
বোলার ম্যাচ ইনিংস ওভার মেডেন রান উইকেট সেরা বোলিং ৫ উইকেট
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১০ ১০ ৯২.২ ৫ ৫০২ ২৭ ৫/২৬ ২
লুক ফার্গুসন (নিউজিল্যান্ড) ৯ ৯ ৮৩.৪ ৩ ৪০৯ ২১ ৪/৩৭ ০
জোফরা আর্চার (ইংল্যান্ড) ১১ ১১ ১০০.৫ ৮ ৪৬১ ২০ ৩/২৭ ০
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৮ ৮ ৭২.১ ২ ৪৮৪ ২০ ৫/৫৯ ২
জসপ্রিত বুমরাহ (ভারত) ৯ ৯ ৮৪.০ ৯ ৩৭১ ১৮ ৪/৫৫ ০