দ্বাদশ বিশ্বকাপের পরিসংখ্যান

10436

লর্ডস (লন্ডন), ১৫ জুলাই ২০১৯ (বাসস) : লর্ডসের ফাইনাল দিয়ে গতকাল শেষ হলো দ্বাদশ বিশ্বকাপ। ১ মাস ১৫ দিনের এই ব্যাট-বলের লড়াইয়ে হয়ে গেল অনেক রেকর্ড, অনেক আর্কষনীয় ম্যাচ, ব্যাটসম্যান-বোলার-ফিল্ডারদের দুর্দান্ত নৈপুন্য।
দশ দলকে নিয়ে গত ৩০ মে শুরু হয়েছিলো বিশ্বকাপ। লিগ পর্বে প্রত্যকটি দল, একে অপরের মুখোমুখি হয়। লিগ পর্বে মোট ৪৫টি ম্যাচ ছিলো। এরপর দু’টি সেমিফাইনাল ও পরে ফাইনাল। অর্থাৎ ৪৮ ম্যাচে লড়াই শেষে ইতি ঘটলো দ্বাদশ বিশ্বকাপের। শেষ হওয়া এই দ্বাদশ বিশ্বকাপের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান তুলে ধরা হলো।
টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান : রোহিত শর্মা (ভারত)- ৬৪৮ রান।
সেঞ্চুরি : ৩১টি।
হাফ-সেঞ্চুরি : ১২০টি।
সর্বোচ্চ সেঞ্চুরি : রোহিত শর্মা (ভারত), ৫টি।
সর্বোচ্চ হাফ সেঞ্চুরি : সাকিব আল হাসান (বাংলাদেশ), ৭টি।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ১৬৬ রান, প্রতিপক্ষ- বাংলাদেশ।
সর্বোচ্চ দলীয় রান : ইংল্যান্ড- ৩৯৭/৬, ৫০ ওভার, প্রতিপক্ষ- আফগানিস্তান।
বড় ব্যবধানে জয় (রান) : ইংল্যান্ড- ১৫০ রানে, প্রতিপক্ষ- আফগানিস্তান।
সবচেয়ে বেশি ছক্কা : ইয়োইন মরগান (ইংল্যান্ড)- ২২টি।
সবচেয়ে বেশি চার : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৬৬টি।
সর্বোচ্চ ব্যাটিং গড়- সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৮৬.৫৭।
টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ২৭ উইকেট।
ইনিংসে সেরা বোলিং ফিগার : শাহিন শাহ আফ্রিদি ৬/৩৫, বিপক্ষ- বাংলাদেশ।
সবচেয়ে বেশি ডিসমিসাল : টম লাথাম (নিউজিল্যান্ড)- ২১টি (ক্যাচ)।
সর্বোচ্চ জুটি : ১৯২ রান, ডেভিড ওয়ার্নার-উসমান খাজা (অস্ট্রেলিয়া), প্রতিপক্ষ- বাংলাদেশ।